
আপনাদের জন্য মহান আল্লাহ্র নিকট সঠিক হিদায়াত, সুস্থতা ও সফলতা কামনা করছি। আপনারা জানেন অর্থ ব্যয়ের খাত সমূহ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন। (সহীহ তিরমিজীঃ ২৪১৭)
সরলপথ একাডেমি বহুমুখী শিক্ষা প্রদানহেতু ইসলামী, সাধারণ ও হিফয বিভাগ চালু করেছে। গত সেশনে মাধ্যমিকে অংশগ্রহণকারী সমস্ত ছাত্র সুনামের সাথে উত্তীর্ণ হয়েছে, তার মধ্যে ১৬ জন স্টার মার্কস নিয়ে পাশ করেছে। নিজামিয়া ও হিফয বিভাগের ব্যাপক চাহিদা সত্ত্বেও অর্থ সংকট হেতু ছাত্রাবাস তৈরী করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবুও আল্লাহ্র প্রতি ভরসা রেখে চারটি রুম তৈরী করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাতে ৪০ কুইন্টাল রড, ৬০০ বস্তা সিমেন্ট ও প্রয়োজন মত পাথরের প্রয়োজন। সমষ্টিগত ভাবে আমরা যদি তাতে অংশগ্রহণ করি তাহলে বিষয়টি সহজ হয়ে যাবে ইনশা-আল্লাহ। আশাকরি হিতাকাঙ্খী পাঠকবৃন্দ সাধ্যানুযায়ী অংশগ্রহণ করে চলমান দানের পুণ্য প্রাপকের তালিকায় স্বীয় নাম নথিভুক্ত করবেন।
আল্লাহ আমাদেরকে ভাল কাজে অংশগ্রহণের তাওফিক দান করুন। আমীন।
বিনীত আব্দুল্লাহ সালাফী
আমীর জমঈয়তে আহলে হাদীস পশ্চিম বাংলা
সাহায্য পাঠাবার ঠিকানাঃ
ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে এই নম্বরে যোগাযোগ করুন- 09153 044 141
A/c No. : 35180888486
IFSE Code: SIBN0012355